দীঘিনালায় তিন গণসংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত

0
দীঘিনালায় তিন গণসংগঠনের আলোচনা সভায় বক্তব্য রাখছেন ইউপিডিএফ সংগঠক মিল্টন চাকমা।

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৫ জুন ২০২৪

খাগড়াছড়ির দীঘিনালায় “নব্বইয়ের দশকে ছাত্র-গণজাগরণে ছুরিকাঘাত, সুবিধাবাদ ও দালালিতে ইন্ধন যুগিয়ে লড়াকু সংগঠন পিসিপি’কে দুর্বল করে আন্দোলন ধ্বংসের সরকারি নীলনক্সা ভেস্তে দিতে ছাত্রসমাজের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৫ জুন ২০২৪) দুপুর ১০:৩০টায় পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরামের দীঘিনালা উপজেলা শাখাসমূহের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় পাহাড়ি ছাত্র পরিষদের দীঘিনালা উপজেলা সভাপতি যাদু মুনি চাকমার সভাপতিত্বে ও রিটন চাকমার সঞ্চালনায় উপস্থিত ছিলেন দীঘিনালা হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী নিয়তি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি গৌতম চাকমা।

এতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউপিডিএফের দীঘিনালা ইউনিটের সমম্বয়ক মিল্টন চাকমা।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে নব্বইয়ের দশকে যে ছাত্র-গণজাগরণ ঘটেছিল তাতে প্রথম ছুরিকাঘাত করেছিলেন সন্তু লারমা ১৯৯৫ সালের ১৫ জুন পানছড়ির ধুধুকছড়ায় এক বক্তব্যের মধ্যে দিয়ে। সেদিন তিনি পাহাড়ি ছাত্র পরিষদ, পাহাড়ি গণপরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের গণতান্ত্রিক আন্দোলনকে কটাক্ষ করে বলেছিলেন, ‘জঙ্গী আন্দোলন করে স্বায়ত্তশাসন আদায় হয় না, গুলতি মেরে স্বায়ত্তশাসন আদায় হয় না”। এর মাধ্যমে তিনি প্রতিক্রিয়াশীল, সুবিধাবাদ ও দালালি উস্কে দেন এবং নিজেই ’৯৭ সালে চুক্তি স্বাক্ষর করে সরকারের নিকট অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে বড় দালালে পরিণত হয়েছেন। পিসিপি ও জাতিকে বিভক্ত করেছেন। এখনো তিনি সরকারের ক্রীড়নক হয়ে আন্দোলন ধ্বংসের খেলায় লিপ্ত রয়েছেন।

তিনি সন্তু লারমার এই আন্দোলন ধ্বংসের নীলনক্সার বিরুদ্ধে ছাত্র-যুব সমাজকে সোচ্চার হবার আহ্বান জানিয়ে বলেন, ছাত্র সমাজই হচ্ছে জাতির ভবিষ্যত কান্ডারি। ছাত্র সমাজকে দালাল, সুবিধাবাদী, প্রতিক্রিয়াশীলদের চিনতে হবে। তা না হলে ছাত্র সমাজ ভুল করবে, বিপথে চালিত হবে।

মিল্টন চাকমা বলেন, সরকার, সেনাবাহিনী ও সন্তু লারমার মিলিত ষড়যন্ত্র মোকাবেলা করে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলো আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আন্দোলনের সাথে ছাত্র-যুব সমাজকে সামিল হয়ে আন্দোলন ধ্বংসের সকল নীলনক্সা ভেস্তে দিতে হবে। 



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More