দীঘিনালায় দুই গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি!
দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৫ নভেম্বর ২০২৩

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নুনছড়ি গ্রামে সেনাবাহিনী দুই গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ রবিবার (৫ নভেম্বর ২০২৩) দুপুরে এ তল্লাশির ঘটনা ঘটে।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- সুরঞ্জিত চাকমা ও বিধান চাকমা।
জানা যায়, আজ দুপুর ২টার সময় দীঘিনালা সেনা জোন থেকে ৫০-৬০ জনের একটি সেনা দল নুনছড়ি গ্রামে প্রবেশ করে। এ সময় সেনারা গ্রামের বাসিন্দা সুরঞ্জিত চাকমা ও বিধান চাকমার বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে সেনারা বিধান চাকমার বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয়। এছাড়া সেনারা সুরঞ্জিত চাকমার জমির বাঁশের ঘেরা ভেঙে দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, গত ৩ নভেম্বর হতে ট্রেনিংয়ের নামে সেনাবাহিনীর সদস্যরা বাবুছড়া ইউনিয়নের ছাদারাছড়া, বেলতলি, ডিপিপাড়া ও নুনছড়ি এলাকায় টহল দিচ্ছে। এ সময় তারা গ্রামবাসীদের ঘরবাড়িতেও হয়রানিমূলক তল্লাশি চালাচ্ছে। ফলে এলাকাবাসী আতঙ্ক ও উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন