দীঘিনালায় দুুই গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জোড়াব্রীজ এলাকার বড়ইতলী ভিতরের শুকনোছড়া গ্রামে সেনাবাহিনী দুই গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে।
জানা যায়, গতকাল রবিবার (২৩ নভেম্বর ২০২৫) দিবাগত মধ্যরাত ১২টার সময় দীঘিনালা জোন থেকে একদল সেনা সদস্য শুকনোছড়া গ্রামে হানা দেয়। এ সময় সেনারা দুই গ্রামবাসীর বাড়িতে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তন্ন তন্ন করে তল্লাশি চালায়। তল্লাশিকালে সেনারা বাড়ির সকল জিনিসপত্র তছনছ করে দেয়।
তল্লাশির শিকার গ্রামবাসীরা হলেন- লিটন চাকমা(৪১), পিতা- শান্তি জীবন চাকমা ও রতন চাকমা(৩৯), পিতা- যত্ন বিকাশ চাকমা।
ব্যাপক তল্লাশির পরও সেনারা তাদের বাড়িতে অবৈধ কোন কিছু উদ্ধার করতে না পেয়ে পরে ক্যাম্পে ফিরে যায় বলে জানা গেছে।
উল্লেখ্য, সম্প্রতি দীঘিনালায় সেনাবাহিনীর নিপীড়ন, তল্লাশি-হয়রানির ঘটনা বৃদ্ধি পেয়েছে। রাত-বিরাতে সেনাবাহিনীর এমন নিপীড়ন-হয়রানির ঘটনায় এলাকার জনমনে আতঙ্কের পাশাপাশি ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
অপরদিকে, গত ১৮ নভেম্বর থেকে সেনাবাহিনীর একটি দল দীঘিনালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের যুদ্ধ মোহন কার্বারি পাড়ায় একটি বৌদ্ধ বিহারের পাশে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে অবস্থান করছে এবং এলাকায় টহল কার্যক্রম চালাচ্ছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
