দীঘিনালায় নবায়ন চাকমা মিলন-এর শ্রাদ্ধানুষ্ঠানে অংশগ্রহণে হয়রানি ও বাধা দেয়ার চেষ্টা, একজনকে আটকের অভিযোগ

0

নিজস্ব প্রতিনিধি।। খাগড়াছড়ির দীঘিনালায় আজ বুধবার (২৩ মার্চ ২০২২) সেনা হেফাজতে হত্যার শিকার ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা মিলন-এর শ্রাদ্ধানুষ্ঠান চলছে। কিন্তু সেনাবাহিনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী লোকজনকে নানা হয়রানি ও বাধা দেয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনুষ্ঠানে যাবার পথে বাবুছড়া পুরাতন বাজার পুলিশ চেকপোস্টে লাম্বু চাকমা (৩০), পিতা- পূর্ণ জীবন চাকমা, গ্রাম- বানছড়া অক্ষয়মনি কার্বারী পাড়া- নামে একজনকে আটক করা হয়েছে। তাকে বাবুছড়া সেনা ক্যাম্পে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, আজ সকাল থেকে সেনাবাহিনী বাবুছড়া পুরান বাজার, জারুলছড়ি, বাবুছড়া নতুন বাজারসহ বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণকারী লোকজনকে নাম-ঠিকানা, কোথায় যাচ্ছেন ইত্যাদি জিজ্ঞাসাবাদের নামে হয়রানি ও অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেয়ার চেষ্টা করছে।

তবে সেনাবাহিনীর বাধা ও হয়রানি উপেক্ষা করে ইতোমধ্যে হাজার হাজার মানুষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এখন শহীদ নবায়ন চাকমা মিলন-এর পারলৌকিক মঙ্গলার্থে ধর্মীয় অনুষ্ঠান চলছে।

এদিকে, স্থানীয় সূত্রে আরও জানা গেছে, গতকাল থেকে সেনাবাহিনী নবায়ন চাকমা মিলন-এর শ্রাদ্ধানুষ্ঠানে কোন রাজনৈতিক বক্তব্য দেয়া যাবে না, রাজনৈতিক ব্যক্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না—ইত্যাদি বিভিন্নজনেকে জানিয়ে দেয়। এমনকি শেষকৃত্যু অনুষ্ঠানের ছবি দেখে আটক করা হবে বলেও তারা হুমকি প্রদান করে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ ২০২২ দীঘিনালা উপজেলার ৪নং দীঘিনালা ইউনিয়নের মনিভদ্র পাড়া থেকে সেনাবাহিনী নবায়ন চাকমা মিলনকে আটক করে অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করে। আজ তার সাপ্তাহিক শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More