দীঘিনালায় পাহাড়িদের ওপর সেটলারদের হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ: ইউপিডিএফ’র নিন্দা ও প্রতিবাদ

সেটলাাররা পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। ছবি: ভিডিও থেকে নেওয়া
নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
খাগড়াছড়ির দীঘিনালা সদরের গাড়ি স্টেশন এলাকায় সেটলার বাঙালিরা পাহাড়িদের ওপর হামলা ও ঘরবাড়ি-দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের সূুত্রে নিহত ব্যক্তির নাম রাংগু চাকমা বলে জানা গেছে। তিনি তুলাপাড়া গ্রাামের বুদ্ধ জয় চাকমার ছেলে। তাকে মেইনি ব্রিজ সংলগ্ন রাস্তায় সেটলাররা তাকে হত্যা কথা জানানো হয়েছে। তবে প্রকৃত অর্থে মারা গেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
আর আহতদের মধ্যে নিভুয়ে চাকমা নামে একজনের নাম পাওয়া গেছে।
হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সেটলারদের হামলায় গুরুতর আহত একজন, যাকে নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ২০২৪) বিকালে সেটলারদের একটি মিছিল থেকে এ হামলার সূত্রপাত ঘটে বলে জানা যায়। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সেটলাররা পাহাড়িদের দোকানপাট ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ শুরু করে। এখন পর্যন্ত ২ শতাধিক ঘরবাড়ি-দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া একটি বৌদ্ধ বিহারও জ্বালিয়ে দেয়ার তথ্য পাওয়া গেছে।
হামলা বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনী কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।
এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সেটলারদের হামলায় আহত আরেকজন।
সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী মেইনি ব্রিজ এলাকা থেকে সেনাবাহিনী কয়েকজন পাহাড়িকে ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। এছাড়া আরো অনেকে নিখোঁজ থাকার তথ্য জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে, উক্ত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আজ সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা উদ্বেগ প্রকাশ করে বলেন, আজ বিকাল থেকে সেটলার বাঙালিরা পাহাড়িদের ওপর হামলা চালালেও আইন-শৃঙ্খলা বাহিনী হামলাকারীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। ফলে হামলাকারী সেটলাররা নির্বিঘ্নে পাহাড়িদের ঘরবাড়ি ও দোকানপাটে অগ্নিসংযোগ করছে। এ হামলা এখনো অব্যাহত রযেছে। ফলে কত সংখ্যক ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং হতাহত সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
বিবৃতিতে তিনি অবিলম্বে হামলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।