দীঘিনালায় পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ-অবরোধ, খাগড়াছড়ি সদরে সেনাবাহিনীর গুলিতে বহু হতাহত

খাগড়াছড়ির স্বনির্ভরে সেনাবাহিনীর গুলিতে আহত একজন
নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
খাগড়াছড়ির দীঘিনালায় সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের ওপর হামলা, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে খাগড়াছড়ির বিভিন্ন স্থান বিক্ষোভ-অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এতে খাগড়াছড়ি সদরে সেনাবাহিনীর গুলিতে বহু লোক হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

খাগড়াছড়ি সদরের নারাঙহিয়া এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ২০২৪) বিকালে দীঘিনালায় সংঘটিত হামলার ঘটনাটি ছড়িয়ে পড়লে সন্ধ্যা থেকে খাগড়াছড়ি সদরের খাগড়াছড়ি-পানছড়ি সড়কে নারাঙহিয়া, উপালি পাড়া, স্বনির্ভর, স্টেডিয়াম, শিবমন্দির এলাকায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা রাস্তায় নেমে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। এছাড়া পানছড়ি উপজেলার কলেজ গেইট এলাকায়ও সড়কে নেমে পড়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বেশ কয়েক ঘন্টা পর্যন্ত তারা খাগড়াছড়ি-পানছড়ি সড়কটি অবরোধ করে রাখে। এতে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। সেনাবাহিনীর গাড়িও আটকে দেয় বিক্ষুব্ধ জনতা।

নারঙহিয়া রেডস্কোয়ার এলাকায় সেনাবাহিনীর গুলিতে আহত আরেকজন
এদিকে, খাগড়াছড়ি সদরের নারাঙহিয়া রেডস্কোয়ার, উপালি পাড়া ও স্বনির্ভর এলাকায় বিক্ষোভ প্রদর্শনকারী বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে ছত্রভঙ্গ করতে সেনাবাহিনী গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে বহু লোক হতাহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচিয় পাওয়া যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।