দীঘিনালায় পুকুরে বাঁধ নির্মাণ কাজে স্বেচ্ছাশ্রমে সহায়তা দিলো ইউপিডিএফ সদস্যরা

দীঘিনালা প্রতিনিধি ।। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়ন এলাকায় এক গ্রামবাসীর পুকুরে বাঁধ নির্মাণ কাজে স্বেচ্ছাশ্রম দিয়ে সহায়তা প্রদান করেছে ইউপিডিএফ সদস্যরা।
আজ বুধবার (৮ সেপ্টেম্বর ২০২১) ইউপিডিএফের দীঘিনালা ইউনিটের সংগঠকের নেতৃত্বে ৮-১০ জনের এক দল ইউপিডিএফ সদস্য এই কাজে সহায়তা প্রদান করেন। এতে প্রায় ৫০ মিটার বাঁধ নির্মাণ করা হয়।
এলাকাবাসী ইউপিডিএফের এমন সহযোগীতামূলক কাজের জন্য ধন্যবাদ জানান।
বাঁধ নির্মাণ কাজের নেতৃত্বদানকারী ইউপিডিএফ সংগঠক এই প্রতিবেদককে বলেন, ইউপিডিএফ হচ্ছে জনগণেরই একটি দল। তাই এই দলটি সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে থেকে অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে। জনগণ এবং দলের স্বার্থ এক ও অভিন্ন। আমরা মনে করি পার্টি ও জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না।
তিনি সমাজে সচেতনা সৃষ্টি ও আগামীতে অধিকার প্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নেয়ার জন্য জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন