দীঘিনালায় বন্যার্ত ৬৭ পরিবারকে ইউপিডিএফের ত্রাণ সহায়তা

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৫ আগস্ট ২০২৪
খাগড়াছড়ির দীঘিনালায় বন্যার্ত ৬৭ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে ইউপিডিএফ দীঘিনালা ইউনিট।
আজ রবিবার (২৫ আগষ্ট ২০২৪) সকাল ১১ টা সময় দীঘিনালা উপজেলা বাবুছড়া নোয়াপাড়া স্কুল সামনে বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হওয়া ৬৭ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী (চাল, ডাল, তেল, পেঁয়াজ..) তুলে দেন ইউপিডিএফ সংগঠক সজীব চাকমা।


ত্রাণ সহায়তা দেওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বাবুছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুরান বাজারে ৪৫টি বাঙালি পরিবার ও ১৭টি পাহাড়ি পরিবার এবং ৪ নং ওয়ার্ডে ৫টি পাহাড়ি পরিবার রয়েছে। এছাড়া অসহায় এক বৃদ্ধ নারীকেও সহায়তা প্রদান করা হয়েছে।

ত্রাণ সহায়তা প্রদানকালে পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ ও বাবুছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার মো. জাকির উপস্থিত ছিলেন।
এ সময় সজীব চাকমা বলেন, আমাদের পার্টির পক্ষ থেকে আপনা যারা বন্যায় উদ্বাস্তু বা অতিরিক্ত ক্ষতির শিকার হয়েছেন তাদের জন্য ন্যুনতম সহায়তা প্রদান করা হচ্ছে। পার্টি জনগণের দুঃখ-দুর্দশায় সবসময় পাশে রয়েছে, ভবিষ্যতেও থাকবে।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।