দীঘিনালায় বিজিবির হামলার পর মামলা: আবারো ৩ নারীর জামিন আবেদন নাকচ
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি: খাগড়াছড়ির আমলী আদালত চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার হওয়া দীঘিনালায় বিজিবি হামলায় আহত তিন জুম্ম নারীর আবেদন আবারও নাকচ করেছে।
আজ রবিবার সকালে উক্ত তিন নারীর জামিন আবেদন জানালে কগনিজেন্স বা আমলী আদালতের বিচারক সাইফুল তা নামঞ্জুর করেন।
আদালতের নির্দেশে ওই তিন নারীর মধ্যে নাবালিকা অপ্সরী চাকমাকে (১৬) আজ সকাল সাড়ে দশটায় হাটহাজারী সমাজ সেবা কেন্দ্রে পাঠানো হয়েছে।
অন্য যে দুই নারীর জামিন আবেদন করা হয় তারা হলেন, মায়া রাণী চাকমা ও ফুল রাণী চাকমা। জানা গেছে, পঞ্চাশোর্ধ ওই দুই নারী বেশ অসুস্থ। জেলখানায় তারা চিকিৎসা ছাড়া বড়ই কষ্টে রয়েছেন।
গত ১৭ জুন একই মামলায় গোপা দেবী চাকমার জামিন মঞ্জুর করা হলেও, এই তিন নারীর জামিন আবেদন আদালত বার বার নাকচ করে দিচ্ছেন।
———–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।