দীঘিনালায় মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে পোস্টারিং
দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩

খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে আমতুলি, বড়াদম, পুকুর ঘাট, উদাল বাগান, বাঘাইছড়ি, নোয়াপাড়া, বাবুছড়া রাস্তামাথা, মুড়োপাড়া, বেলতুলিসহ বিভিন্ন এলাকায় পোস্টারিং করা হয়েছে। ইউপিডিএফ’র স্থানীয় ইউনিটের উদ্যোগে আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি ২০২৩) এই পোস্টারিং করা হয়।
হাতে লেখা এসব পোস্টারে “রাষ্ট্রীয় মদদপুষ্ট ঠ্যাঙারে বাহিনী ভেঙে দাও, পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধ কর; পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল বন্ধ কর; অঘোষিত সেনাশাসন ও নিয়ন্ত্রণ তুলে নাও; পার্বত্য চট্টগ্রামে এপিবিএন ব্যাটালিয়ন চাই না; সেনা-র্যাব নয়, পূর্ণস্বায়ত্তশাসন চাই; লামা রাবার ইন্ডাস্ট্রিজের জমির লিজ বাতিল কর; বাবুছড়ায় বিজিবির বেদখলকৃত জমি ফেরত দাও; ভারত প্রত্যাগত শরণার্থীদের জমি ফিরিয়ে দাও; অভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসন কর; সেটেলারদের সমতলে পুনর্বাসন কর; পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সকল গণহত্যার বিচার চাই; পার্বত্য চট্টগ্রামে ধর্ষণ, নারী নির্যাতন বন্ধ কর” ইত্যাদি দাবির শ্লোগান লেখা রয়েছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন