দীঘিনালায় মুখোশ দুর্বৃত্ত কর্তৃক হিল উইমেন্স ফেডারেশন’র নেত্রী এন্টি চাকমাসহ ৩ জনকে অপহরণ!
দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে দীঘিনালা উপজেলার কবাখালী বাজার এলাকা থেকে নব্যমুখোশ দুর্বৃত্ত কর্তৃক হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমাসহ তিন জনকে অপহরণের খবর পাওয়া গেছে। অপহৃতরা সবাই নারী।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর ২০২৩) বিকালে এ অপহরণ ঘটনা ঘটে। এ সময় তারা সাজেক থেকে মাহেন্দ্র গাড়িযোগে খাগড়াছড়ি ফিরছিলেন।
জানা যায়, গতকাল (শুক্রবার) এন্টি চাকমাসহ ৩ জন সাজেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নারী প্রীতিলতার আত্মাহুতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করতে যান। আজ (শনিবার) আলোচনা সভা শেষ করে বিকাল ৩টার সময় তারা একটি মাহেন্দ্র গাড়িযোগে সাজেক থেকে খাগড়াছড়ি ফিরছিলেন। ফেরার পথে দীঘিনালা উপজেলার কবাখালী বাজারে পৌঁছলে একদল নব্যমুখোশ দুর্বৃত্ত গাড়িটি আটকিয়ে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। দুর্বৃত্তরা তাদেরকে দীঘিনালা বনবিহারের দিকে নিয়ে গেছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত (সন্ধ্যা ৭টা) তাদেরকে ছেড়ে দেওয়া হয়নি এবং কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাও জানা যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন