দীঘিনালায় সংস্কারবাদী কর্তৃক এক ব্যক্তি অপহৃত!
দীঘিনালা (খাগড়াছড়ি) : দীঘিনালা স্টেশন থেকে জেএসএস সংস্কারবাদী কর্তৃক অমিত চাকমা(২০) এক ব্যক্তি অপহৃত হওয়ার খবর পাওয়া গেছে।
অপহৃত অমিত চাকমা সাজেক ইউনিয়নের গঙ্গারামের কজইছড়ি গ্রামের অনিল বিহারী চাকমার ছেলে। তিনি পেশায় একজন ভাড়ায় মোটর সাইকেল চালক।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (১০ মে ২০১৮) দুপুরে অমিত চাকমা সাজেক থেকে যাত্রী নিয়ে দীঘিনালায় এসেছিলেন। বেলা ২টার দিকে তিনি দীঘিনালা স্টেশনে এসে পৌঁছলে সেখান থেকে সংস্কারবাদীরা তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা সম্ভব হয়নি।
—————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।