দীঘিনালায় সন্তু গ্রুপ কর্তৃক ৫ জনকে নির্যাতন ও ২ জনকে অপহরণের ঘটনায় ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের নিন্দা ও উদ্বেগ

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির দীঘিনালায় জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক ৫ নিরীহ গ্রামবাসীকে নির্যাতন ও ২ ব্যক্তিকে অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) এক বিবৃতিতে উষাতন চাকমা বলেন, গত ২৪ সেপ্টেম্বর দীঘিনালা বাবুছড়া এলাকার নুনছড়ি গ্রামের ৫ জন গাছ কাটার শ্রমিক জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক শারীরিক নির্যাতনের শিকার হন। আর পরদিন ২৫ সেপ্টেম্বর নারাইছড়ি হতে দুই জন কাট্টন্যা (গাছ কাটার শ্রমিক) অপহৃত হন। বিনা দোষে গরীব, সাধারণ খেটে খাওয়া লোকজনকে শারীরিক নির্যাতন ও অপহরণ করা মোটেই কাম্য নয়। এটি চরম মানবাধিকার লঙ্ঘন। সভ্য সমাজে এটি কল্পনা করা যায় না।
বিবৃতিতে তিনি অবিলম্বে জেএসএস সন্তু দলের প্রতি সাধারণ জনগণকে হয়রানি বন্ধ করার আহবান জানান এবং অপহৃত দুই কাট্টন্যাকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি এসব সন্ত্রাসী কাজে জড়িত দলীয় কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ারও দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।