দীঘিনালায় সেটলার কর্তৃক এক পাহাড়ি ছেলে শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ!

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ ।। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের সাধনাটিলার রূপচন্দ্র কার্বারি পাড়া এলাকায় মোহাম্মদ রুবেল নামের এক সেটলার বাঙালি ১১ বছর বয়সী এক পাহাড়ি ছেলে শিশুকে বলাৎকারের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল ২০২২) দুপুরে এ ঘটনা ঘটে।
বলাৎকারের চেষ্টাকারী মো. রুবেল পেশায় একজন ভাঙ্গারী ব্যবসায়ী। সে মেরুং ইউনিয়নের বটতলা রশিক নগর-এর বাসিন্দা সহিমুল আলমের ছেলে।
ভুক্তভোগী শিশুটি জানায়, মো. রুবেল তাকে রাস্তা দেখিয়ে দিতে ডেকে নিয়ে যায়। পথিমধ্যে ভয় দেখিয়ে পাড়ার একটি টয়লেটের ভিতরে নিয়ে তাকে কিছু টাকা দিয়ে বলাৎকারের চেষ্টা করে ও মেরে ফেলার হুমকি দেয়। এতে সে (শিশুটি) অবস্থা বেগতিক দেখে কোন রকমে সেখান থেকে বের হয়ে দৌঁড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় দুর্বৃত্ত মো. রুবেলও তাকে পিছু ধাওয়া করে বলে শিশুটি জানায়।
পরে ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন দুর্বৃত্ত মো. রুবেলকে ধরে পুলিশকে খবর দেয়। এরপর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে (রুবেলকে) দীঘিনালা থানায় নিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে থানায় তার বিচার হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
তবে এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত তার বিরুদ্ধে শাস্তিমূলক কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন