দীঘিনালায় সেনাবাহিনীর কর্তৃক পোস্টার ছিঁড়ে দেয়া, এক ব্যক্তিকে মারধর ও চার ব্যক্তির জিনিসপত্র কেড়ে নেয়ার অভিযোগ

দীঘিনালা প্রতিনিধি ।। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনী কর্তৃক ইউপিডএফ’র লাগানো পোস্টার ছিঁড়ে দেয়া, এক ব্যক্তিকে মারধর ও গাছ কর্তৃনকারী চার ব্যক্তির জিনিসপত্র কেড়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ ২০২২) সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
জানা যায়, আজ সকাল ৭টার সময় উপজেলার বাবুছড়া ক্যাম্প থেকে একদল সেনা সদস্য দীঘিনালা ইউনিয়নের বানছড়া ফ্রেশ বাজার ও অক্ষয়মনি কার্বারী পাড়ায় গিয়ে ইউপিডিএফ’র লাগানো পোস্টার ছিঁড়ে ফেলে দেয়। সেনা সদস্যরা এ সময় দেয়ালের চিকা মুছে ফেলার জন্য স্হানীয়দের নির্দেশ দেন এবং চিকা মুছে না ফেললে অসুবিধা হবে হুমকি প্রদান করেন।
ছিঁড়ে ফেলা পোস্টারে লেখা রয়েছে, “পার্বত্য চট্টগ্রামে সেনা সন্ত্রাস বন্ধ কর, ‘সেনা হেফাজতে শারীরিক নির্যাতনে নবায়ন চাকমার (সৌরভ) রক্ত বৃথা যাবে না, শত শহীদের রক্তবীজ থেকে জন্ম নেবে হাজারো সংগ্রামী যোদ্ধা’। ইউপিডিএফ’র খাগড়াছড়ি ইউনিট থেকে গত ১৭ মার্চ এই পোস্টারটি প্রকাশ করা হয়।
পোস্টার ছিঁড়ে দেয়ার পর সেনা সদস্যরা পাবলাখালী তিবিরি ছড়া গ্রামে গিয়ে স্হানীয় বাসিন্দা ত্রিমনি চাকমা নামে এক ব্যক্তিকে মারধর করে এবং সেখানে গাছ কর্তনকারী ১. শান্তিলাল চাকমা পিতা-রঞ্জন চাকমা, গ্রাম -বানছড়া ২. গান্ধি লাল চাকমা. পিতা-রঞ্জন চাকমা, গ্রাম -বানছড়া ৩. অমরতন চাকমা, পিতা- পিদোচিছ চাকমা, গ্রাম বানছড়া ও ৪. সাধু চাকমা, পিতা-রনজিৎ চাকমা, গ্রাম–বানছড়া নামের চার ব্যক্তির ব্যবহৃত কাপড়-চোপড়, থালাবাটিসহ সব জিনিসপত্র নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এই রিপোর্ট তৈরির আগ পর্যন্ত সেনাসদস্যা পাবলাখালির ব্রেকছড়া ও বামে কবাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করার খবর জানিয়েছেন স্থানীয়রা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন