দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক কয়েকটি বৌদ্ধ বিহারে উন্নয়ন কাজে নিষেধাজ্ঞা!

দীঘিনালা প্রতিনিধি ।। খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক কয়েকটি বৌদ্ধ বিহারে ’উন্নয়ন কাজ করা যাবে না’ মর্মে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি ২০২২) সকালে দীঘিনালা উপজেলার বাবুছড়া সাবজোন থেকে একদল সেনা সদস্য ৪নং দীঘিনালা ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত তুলি পাড়া বৌদ্ধ বিহার, বোয়ালখালী ইউনিয়নের চৌধুরী পাড়া বৌদ্ধ বিহার ও বাবুছড়া ইউনিয়নের ধনপাদা বনবিহারে গিয়ে বিহারে কোনপ্রকার উন্নয়ন কাজ করা যাবে না বলে জানিয়ে দেয়।
যদি উন্নয়নমূলক কোন কাজ করা হয় তাহলে তাদেরকে জানানোর জন্য সেনারা বিহারে অবস্থানকারী ভিক্ষুদের নির্দেশ দিয়ে আসে।
সেনাবাহিনী কেন এমন নিষেধাজ্ঞা দিয়েছে তার কোন কারণ জানাতে পারেননি স্থানীয়রা। তবে এটা বিহারের জায়গাগুলো বেখলের পাঁয়তারা বলেই তারা অভিযোগ করেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন