দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক ২ জনকে নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর সমাবেশ

দীঘিনালা প্রতিনিধি ।। গত ৪ ফেব্রুয়ারি ২০২২ দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের উল্টাছড়ি দজর পাড়ায় সেনাবাহিনী কর্তৃক ২ জনকে শারীরিক নির্যাতন ও গ্রামে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টির প্রতিবাদে এলাকাবাসী সমাবেশ করেছেন।
আজ রবিবার (৬ ফেব্রুয়ারি ২০২২) উল্টাছড়ি-ধনপাদা এলাকাবাসীর ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এলাকার নারী সমাজের প্রতিনিধি সুচিরাণী চাকমা, ছাত্র সমাজের প্রতিনিধি সুকেল চাকমা ও যুব সমাজের প্রতিনিধি নিরোধ চাকমা।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ৪ ফেব্রুয়ারি ভোর বেলায় সেনাবাহিনী গ্রামে এসে অতর্কিত ব্রাশফায়ার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। তারা গ্রামের বাসিন্দা রিপন চাকমা ও তার ছেলে কলেজ ছাত্র ডিজেন চাকমা (কালায়্যা)-কে অমানুষিক নির্যাতন করেছে। শুধু তাই নয়, সেনারা রিপন চাকমা ও তার পরিবারের ব্যবহৃত কাপড়-চোপড়, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র পুড়িয়ে দেয় এবং তার ঘরে পালিত চারটি মুরগী বিনামূল্যে খেয়ে দিয়েছে।
বক্তারা বলেন, আমাদের এলাকায় কোন সন্ত্রাসী থাকে না। কথিত সন্ত্রাসী ধরার নামে নিরীহ জনগণের ওপর নিপীড়ন-নির্যাতন, হয়রানি স্বাধীন দেশের সেনাবাহিনীর কাছ থেকে আমরা আশা করি না।
তারা উক্ত ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সেনাবাহিনী যেভাবে সাধারণ জনগণের ওপর অন্যায়-অবিচার চালাচ্ছে এ অবস্থায় আমরা এখন নিজের বাড়িতেও নিরাপদে থাকতে পারছি না। তাহলে আমরা কি নিজেদের বাড়িতেও শান্তিতে ঘুমাতে পারবো না? আমরা যাবো কোথায়? তাই আমরা অবিলম্বে জনগণের উপর এ ধরনের অন্যায়-অবিচার বন্ধের জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন