দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক এক পাহাড়ি যুবককে আটক

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জোড়াব্রীজ এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা এক পাহাড়ি যুবককে আটক করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
আটক যুবকের নাম নয়ন চাকমা (১৯), পিতা- বিন্দুক কুমার চাকমা, গ্রাম- বড়ইতলী, কবাখালী ইউনিয়ন, ৩নং ওয়ার্ড, দীঘিনালা।
জানা যায়, আজ শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বিকাল ৪টার সময় দীঘিনালা জোন থেকে একটি গাড়িতে করে একদল সেনা সদস্য জোড়াব্রীজ এলাকার বড়ইতলী গ্রামে হানা দেয়। এ সময় সেনারা ইউপিডিএফের লোকজনকে খোঁজ করে। কিন্তু তাদের কাউকে না পেয়ে নয়ন চাকমাকে আটক করে নিয়ে যায়।
সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাকে ছেড়ে দেয়া হয়নি। বর্তমানে তাকে দীঘিনালা সেনা জোনে আটক রাখা হয়েছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
