দীঘিনালায় সেনা মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক এক ব্যক্তিকে মারধরের অভিযোগ

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ ।। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নুনছড়ি সুরসেন মেম্বার পাড়া এলাকায় সেনা মদদপুষ্ট মুখোশ সন্ত্রাসী কর্তৃক সোনা মনি চাকমা (৬২) নামে এক ব্যক্তি মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় একদল সেনা সদস্য মুখোশদের নিরাপত্তা দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৮ এপ্রিল ২০২২) সকালে দীঘিনালা উপজেলা সদরের দিক থেকে সেনাবাহিনী ও মুখোশ সন্ত্রাসীরা পৃথক দু’টি গাড়ি যোগে নুনছড়ি সুরসেন মেম্বার পাড়া এলাকায় যায়। এরপর সেনাবাহিনীর দলটি মুখোশদের নিরাপত্তা নিশ্চিত করতে নুনছড়ি মগপাড়া নামক স্থানে গিয়ে অবস্থান নেয়। আর উজ্জ্বল চাকমা ওরফে তুত্তো (২২)-এর নেতৃত্বে ১৩ জনের সশস্ত্র মুখোশ সন্ত্রাসী দলটি সুরসেন মেম্বার পাড়ায় গিয়ে সোনা মনি চাকমাকে বিনা কারণে মারধর করে।
পরে মুখোশ সন্ত্রাসীরা সেখান থেকে তড়িৎ কান্তি কার্বারী পাড়া হয়ে বের হয়ে ডিবি পাড়া এলাকার দিকে অগ্রসর হয়। অন্যদিকে সেনা দলটি বাবুছড়া নতুন বাজারের দিকে বের হয়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন