দীঘিনালায় সেনা মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৭ জুলাই ২০২৪
খাগড়াছড়ির দীঘিনালায় সেনা মদদপুষ্ট নব্যমুখোশ-সংস্কারবাদী সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফের এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। ইউপিডিএফ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
আজ শনিবার (২৭ জুলাই ২০২৪) ভোররাতে দীঘিনালা উপজেলার কবখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাঙেরিমা ছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যার শিকার ইউপিডিএফ সদস্যের নাম জুনেল চাকমা (৩১), পিতা- তপ্ত কাঞ্চন চাকমা, গ্রাম- হেডম্যান পাড়া, ৯ নং ওয়ার্ড, দীঘিনালা ইউনিয়ন। তিনি কবাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় সাংগঠনিক কাজে দায়িত্বরত ছিলেন।
জানা যায়, আজ ভোররাত ৪টার সময় মুখোশ ও সংস্কারবাদী (জেএসএস)-এর ৭/৮ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী হাঙেরিমা ছড়া গ্রামে (শান্তি বিকাশ কার্বারী পাড়া) গিয়ে জুনেল চাকমাকে গুলি করে হত্যা করে। এ সময় তিনি সাংগঠনিক কাজ শেষে ললিত চাকমা নামে একজনের বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন।
জুনেল চাকমাকে হত্যার পর সন্ত্রাসীরা দীঘিনালা সদরের দিকে চলে যায় বলে গ্রামবাসীরা জানিয়েছেন। সন্ত্রাসীদের মধ্যে মুখোশ সন্ত্রাসী ক্লিনটন ও সংস্কারবাদীদের মধ্যে চিক্কো ও শান্তি চাকমাকে চিনতে পেরেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
দুপুরে এ রিপোর্ট লেখা জুনেল চাকমার লাশটি ঘটনাস্থলে রয়েছে। পুলিশ লাশ উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে উক্ত হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি জিইয়ে রাখতে রাষ্ট্রীয় একটি বিশেষ মহল তাদের সৃষ্ট সশস্ত্র সন্ত্রাসীদের লেলিয়ে ইউপিডিএফ নেতা-কর্মীদের হত্যা করছে বলে অভিযোগ করেন।
তিনি অবিলম্বে ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, জুনেল চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম ইপিজেড থানা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ১৫ নভেম্বর রাষ্ট্রীয় বাহিনী র্যার কর্তৃক গুমের শিকার হন। সে সময় তাকে একমাস পর্যন্ত অজ্ঞাত স্থানে গুম করে রেখে পরে পুলিশের নিকট হস্তান্তর করা হয়৷ এরপর অনেকদিন কারাভোগের পর জামিনে মুক্তি পান। পরবর্তীতে তিনি ইউপিডিএফে যোগ দেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।