দীঘিনালার ধনপাদা-নাড়াইছড়ি এলাকায় সেনাবাহিনী তৎপরতা

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৫ আগস্ট ২০২৫
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ধনপাদা ও নাড়াইছড়ি এলাকায় সেনাবাহিনীর তৎপরতার খবর পাওয়া গেছে।
আজ সোমবার (২৫ আগস্ট ২০২৫) সকাল ১০টার সময় দীঘিনালা সেনা জোন ও জারুলছড়ি সাবজোন থেকে ৮০ জনের অধিক সেনা সদস্য ধনপাদা-নাড়াইছড়ির দিকে রওনা দেয়। সাথে কবাখালী থেকে কয়েকজন ভিডিপি সদস্যকেও তারা সাথে নিয়েছে। সেনারা ধনপাদা, পাকুজ্যাছড়ি, বর্বোপাড়া ও নাড়াইছড়ি বাজার এলাকায় বিশেষ অভিযান চালাবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
সেনাদলটি পাকুজ্জেছড়িতে পৌঁছেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সেনাদলটির নেতৃত্ব দিচ্ছেন দীঘিনালা জোন থেকে লে. মো. রাসেল (যিনি ২০২২ সালে নবায়ন চাকমা মিলনকে আটকের পর নির্যাতন করে হত্যা করেছেন) ও জারুলছড়ি সাবজোনের ওয়ারেন্ট অফিসার মো. মুহিদুল ইসলাম।
এলাকাবাসীর তথ্য মতে, জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র কর্মীদের সাথে সেনা কমাণ্ডারদের যোগাযোগ রয়েছে। ফলে সন্তু গ্রুপ ও সেনাবাহিনী মিলে অভিযান পরিচালনা করা হতে পারে বলে তাদের ধারণা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।