দীঘিনালার নাড়াইছড়িতে সন্তু গ্রুপ কর্তৃক ৫ ব্যক্তি নির্যাতনের শিকার

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি এলাকায় জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক ৫ ব্যক্তি (দিন মজুর) শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গত ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার নাড়াইছড়ির সোদ্দেংছড়া দুঅর নামক স্থানে।
নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন- ১. বাবুল চাকমা (৪২), পিতা অমৃত লাল চাকমা, গ্রাম- বাবুছড়া নুনছড়ি; ২.ধন চাকমা (৪৪), পিতা- নিলবর্ণ চাকমা, ৩. লুচ্ছু চাকমা, পিতা- শশী রঞ্জন চাকমা, ৪. মিনি চাকমা (৩৫), পিতা- রয়শিং চাকমা, ৫. স্বপন জ্যোতি চাকমা(৩২), পিতা- ডংগু চাকমা। তারা সবাই বাবুছড়া ইউনিয়নে ৫নং ওয়ার্ডের নুনছড়ি গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীরা জানান, গত ২৪ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা ৭ টার সময় নাড়াইছড়ি থেকে গাছের চালি নিয়ে তারা রওনা দেন। রাত ১০টার সময় সোদ্দেঙছড়া দূঅর পৌঁছলে সেখানে সন্তু গ্রুপের রমেশ চাকমার সহকারী ও কালেক্টর উইন্ড চাকমা তাদেরকে আটকায়।
এরপর উইন্ড চাকমার নির্দেশে সন্ত্রাসীরা তাদের ওপর শারীরিক নির্যাতন চালায়।
বর্তমানেও সন্তু লারমার সশস্ত্র গ্রুপের কমান্ডার রমেশ চাকমা ও চিনু মারমা ভুক্তভোগীদের একজনকে ফোন করে ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দিচ্ছে বলে জানা গেছে। রমেশ চাকমার মোবাইল নাম্বার- 01850276530 ও চিনু মারমার মোবাইল নাম্বার- 01883920392।
উল্লেখ্য, গতকাল (২৫ সেপ্টেম্বর) সন্তু গ্রুপের সন্ত্রাসীরা নাড়াইছড়ি এলাকা থেকে দুই জনকে (কাট্টন্য) অপহরণ করেছে। তাদের এখনও ছেড়ে দেয়া হয়নি।
পুরো পার্বত্য চট্টগ্রাম জুড়ে যে সময় জনগণ কিশোরী ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে উঠছে, তখন সন্তু গ্রুপ কর্তৃক বিনা কারণে নিরীহ গ্রামবাসীকে অপহরণ জনমনে নান প্রশ্নের জন্ম দিয়েছে।
তারা বুঝতে পারেন না কেন ঠিক এই সময় অপহরণ করা হলো। চলমান ধর্ষণ বিরোধী আন্দোলনকে নস্যাৎ করতে এটা কি সেনা শাসকগোষ্ঠীর ষড়যন্ত্রের অংশ?
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।