দীঘিনালার নাড়াইছড়ির দিকে রওনা দিয়েছে সেনা সদস্যরা

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম ধনপাদা এলাকার পাকুজ্যাছড়িতে অবস্থানরত সেনা সদস্যরা ধনপাদা হতে ২টি ইঞ্জিন চালিত বোট দিয়ে চাদারাছড়া এলাকায় গিয়ে বিকাশ চাকমা, কনিকা চাকমা, পূর্ণজীবন চাকমাসহ ৭ জনের কাছ থেকে ইঞ্জিনচালিত বোট জোরপূর্বক নিয়ে গিয়ে নিজেরা বোট চালিয়ে নাড়াইছড়ি দিকে রওনা দিয়েছে। কিছুক্ষণ আগে স্থানীয়রা এ খবরটি জানিয়েছেন।
উল্লেখ্য, গতকাল (২৫ আগস্ট ২০২৫) দীঘিনালা সেনা জোন ও জারুলছড়ি সাবজোন থেকে ৮০ জনের একদল সেনা সদস্য ধনপাদা এলাকার পাকুজ্জেছড়িতে গিয়ে অবস্থান নেয়। এরপর আজ (২৬ আগস্ট) সকালেও আরো ৫টি গাড়ি নিয়ে সেনাদের আরেকটি দল সেদিকে যায়।
এদিকে, অভিযানে নেতৃত্ব দেয়া সেনা কমাণ্ডারদের সাথে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র লোকজনের নিয়মিত যোগাযোগ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।