দীঘিনালায় সংস্কারবাদী কর্তৃক এক ব্যক্তিকে অপহরণ
দীঘিনালা : খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা স্টেশন থেকে সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসী কর্তৃক বীরলাল চাকমা (৩৪) নামে এক ব্যক্তিকে অপহরণের খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
অপহৃত ব্যক্তি উপজেলার মেরুং ইউপি’র মনের মানুষ এলাকার মৃত চিকন চান চাকমার ছেলে। উল্লেখ্য, সংস্কারবাদী সন্ত্রাসীদের দ্বারা গত ৬ মাস আগে তিনি নিজ বাড়ি থেকে উচ্ছেদের শিকার হয়েছিলেন। বর্তমানে তিনি সাজেকের মাচলঙে বসবাস করছেন।
জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে বীর লাল চাকমা স্ত্রীকে সাথে নিয়ে মাচলঙ থেকে ভাড়ায় চালিত মোটর সাইকেলে করে তার খাগড়াছড়ি যাচ্ছিলেন। যাবার পথে দীঘিনালা উপজেলা স্টেশনে পৌঁছলে সংস্কারবাদীরা তার মোটর সাইকেল আটকিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়।
পরে স্থানীয় মুরুব্বীরা সংস্কারবাদীদের সাথে যোগাযোগ করলে তারা (সংস্কারবাদীরা) দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং আগামীকালের (রবিবার) মধ্যে দিতে না পারলে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে জানা গেছে।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।