দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক এক ব্যক্তির বাড়িতে তল্লাশি ও টাকা লুটের অভিযোগ
দীঘিনালা প্রতিনিধি ।। খাগড়াছড়ির দীঘিনালায় গোবিন্দ কার্বারি পাড়ায় সেনাবাহিনীর কর্তৃক এক ব্যক্তির বাড়িতে তল্লাশি ও নগদ টাকা লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার (১৫ নভেম্বর ২০২০) ভোররাত আনুমানিক সাাড়ে ৩টার সময় দীঘিনালা জোন থেকে প্রায় ৬০-৭০ জন সেনা সদস্য গোবিন্দ কার্বারি পাড়ায় গিয়ে গোবিন্দ কার্বারির ছেলে ভাদমনি চাকমা (৫৮) এর বাড়িতে হানা দেয়। সেনারা বাঁশের বেড়া দিয়ে তৈরি বাড়ির জানালা জোর করে টেনে খুলে বাড়িতে প্রবেশ করে তন্ন তন্ন করে তল্লাশি চালায়। এ সময় সেনা সদস্যরা বাড়িতে রাখা নগদ ৬,৯২০ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার পর থেকে বাড়ির লোকজন চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত/প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।