দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক নির্যাতন চালিয়ে এক ইউপিডিএফ নেতাকে হত্যা

দীঘিনালা প্রতিনিধি।। খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক গ্রেফতারের পর অমানুষিক নির্যাতন চালিয়ে মিলন চাকমা ওরফে সৌরভ (৪৭) [জাতীয় পরিচয় পত্র অনুসারে তার নাম নবায়ন চাকমা] নামে ইউপিডিএফ’র এক সংগঠককে হত্যা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ মার্চ ২০২২) ভোররাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ ভোররাত আনুমানিক সাড়ে ৩টার সময় দীঘিনালা সেনা জোন থেকে একদল সেনা সদস্য দীঘিনালা উপজেলার ৪নং দীঘিনালার ইউনিয়নে ১নং ওয়ার্ডের বাগানপাড়া এলাকার মনিভদ্র কার্বারি পাড়ায় হানা দেয়। এ সময় সেনারা ওই গ্রামের বাসিন্দা শান্তি রঞ্জন চাকমা(৪৮)-এর বাড়িটি ঘেরাও করে। পরে সেনারা বাড়িটিতে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় সেনারা সেখানে চিকিৎসার কারণে অবস্থানরত ইউপিডিএফ সংগঠক মিলন চাকমাকে আটক করে অমানুষিক শারীরিক নির্যাতন চালায়। এতে তার শরীরের অবস্থা খারাপ হলে সেনারা তাকে নিয়ে এসে দীঘিনালা উপজেলা হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

অভিযোগ পাওয়া গেছে, সেনারা শান্তি রঞ্জন চাকমার বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির সকল জিনিসপত্র তছনছ করে দেয়। তল্লাশিকালে সেনারা তার বাড়ি থেকে নগদ ৪০ হাজার ৪৬০ টাকা লুট করে নিয়ে যায়।
সেনাদের সাথে তাদের সৃষ্ট কয়েকজন দুর্বৃত্তও ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনাস্থলে আলামত হিসেরে সেনা সদস্যদের ব্যবহৃত একটি টুপি পাওয়া গেছে। টুপিতে “সৈনিক শরীফ” লেখা রয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন