দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক ৫ ব্যক্তিকে আটক, পরে মুক্তি
দীঘিনালা : খাগড়াছড়ির দীঘিনালায় জারুলছড়ি ক্যাম্পের একদল সেনা সদস্য বাবুছড়ার উত্তর নুনছড়ি গ্রামের ৫ ব্যক্তিকে আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পর মুক্তি দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার (২৫ অক্টোবর) ভোররাত ৩টার সময় মিইনী নদীতে জাল দিয়ে মাছ ধরার সময় সেনারা জমিদার চাকমা (২২), পিতা- সুব্রত চাকমা, ২. সাধন চাকমা(২০), পিতা বড়মুয়ো চাকমা, ৩. তুফান চাকমা (১৮), পিতা- দীপন চাকমা, ৪. তাসেল চাকমা (১৯), পিতা- অজিত কুমার চাকমাকে আটক করে। অপরদিকে একই সময় পল্লব চাকমা (৪৫) তার নিজস্ব মুরগি খামারে মুরগিদের খাদ্য দিতে গেলে সেনারা তাকেও আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
পরে স্থানীয় মুরুব্বীরা ক্যাম্পে গেলে তাদের মাধ্যমে আজ সকাল ১১টার দিকে ক্যাম্প থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।