দীঘিনালায় সেনা হেফাজতে ইউপিডিএফ নেতাকে হত্যার প্রতিবাদে মানিকছড়িতে পিসিপি’র বিক্ষোভ

মানিকছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ির দীঘিনালায় সেনা হেফাজতে নির্যাতন চালিয়ে অসুস্থ ইউপিডিএফ সংগঠক নবায়ন চাকমা মিলন-কে হত্যার প্রতিবাদে ও জড়িত সেনা সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পাবত্য চট্রগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মানিকছড়ি উপজেলা শাখা।
আজ বুধবার (১৬ মার্চ ২০২২) সকাল ৮টায় মানিকছড়ি সদরের জামতলা এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন পিসিপি’র নেতা-কর্মী, সমর্থকরা।
‘পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে রাষ্টীয় সন্ত্রাস বন্ধ কর, stop state-sponsored killings and human right violations in CHT’ এই স্লোগানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপি মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি অংহ্লাচিং মারমা। এতে আরো বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের মানিকছড়ি উপজেলা সভাপতি উজাই রোয়াজা, ইউপিডিএফ’র মানিকছড়ি উপজেলা সংগঠক অংচিং মারমা।

বক্তারা বলেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীকে ব্যবহার করে পার্বত্য চট্টগ্রামকে নিপীড়ন সেলে পরিণত করেছে। সেনাবাহিনী দিয়ে জাতিগত দমন-পীড়ন ও রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তার অজুহাতে সেনাবাহিনী গণতান্ত্রিক অধিকার ও দেশের আইন-কানুনকে পদধুলিত করে প্রতিনিয়ত খুন, অন্যায় গ্রেফতার, মিথ্যা মামলায় ফাঁসানো, রাত-বিরাতে তল্লাশির নাম সাধারণ জনগণকে হয়রানি, ভূমি বেদখল, নারী নির্যাতন মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংঘটিত করছে। শুধূ তাই নয়, তারা মুখোশ, মগপার্টি নামধারী অস্ত্রধারী সন্ত্রাসীদেরও আশ্রয়-প্রশ্রয় দিয়ে খুন, গুম, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত করছে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা মিলন-এর হত্যাকারী সেনা কর্মকর্তা ও সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক বিচার বহির্ভুত হত্যা বন্ধ ও এ যাবত সংঘটিত বিচার বহির্ভুত হত্যার বিচার, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করা এবং পার্বত্য চট্টগ্রামি থেকে সেনাশাসন প্রত্যাহারপূর্বক গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় রাষ্টীয় দমন-পীড়নের বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামের ছাত্র-যুব সমাজ ও মুক্তিকামী জনগণ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন