দীঘিনালা, পানছড়ি ও রামগড়ে চলমান সেনা অভিযানের আপডেট

পানছড়িতে সেনাবাহিনীর অবস্থানের চিত্র। ছবিটি গতকাল (সোমবার) তোলা।
নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
খাগড়াছড়ি জেলার দীঘিনালা, পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর ব্যাপক আকারে অভিযান চলমান রয়েছে। এসব উপজেলার বিভিন্ন স্থানে সেনারা অবস্থান নিয়ে টহলসহ নানা তৎপরতা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
দীঘিনালা:
গতকাল (২৫ আগস্ট) দীঘিনালা জোনের লে. মো. রাসেল ও জারুলছড়ি সাবজোনের ওয়ারেন্ট অফিসার মো. মুহিদুল ইসলামের নেতৃত্বে ৮০ জনের একটি সেনাদল দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম পাকুজ্যাছড়ি এলাকায় গিয়ে অবস্থান নেয়। তাদের ধনপাদা, পাকুজ্যাছড়ি, বর্বোপাড়া ও নাড়াইছড়ি বাজার এলাকায় বিশেষ অভিযান চালানোর পরিকল্পনার কথা জানা গেছে।
আজ (২৬ আগস্ট) সকালে আরও ৫টি গাড়ি (বড় ও ছোট) নিয়ে সেনা সদস্যরা উক্ত এলাকার দিকে যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া সকালে সেনারা মাইনি নদীর পাড় এলাকায় ড্রোন উড়িয়ে নজরদারি করার কথা জানিয়েছেন স্থানীয়রা।
অপরদিকে গতকাল মো. আরাফাত নামে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দেয়া এক ব্যক্তি এলাকার একজনকে ফোন করে (মোবাইল নাম্বার- 01841302628) ‘তারা (সেনাবাহিনী) জেএসএস সন্তু গ্রুপের পক্ষে কাজ করছে’- এমন ইঙ্গিত দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এলাকাবাসীর ধারণা সন্তু গ্রুপকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতেই সেনাবাহিনী উক্ত এলাকায় অভিযানে নেমেছে।
পানছড়ি:
খাগড়াছড়ির পানছড়িতে সোমবার (২৬ আগস্ট) দুপুরে ১২০ জনের অধিক সেনা ও বিজিবি সদস্য চেঙ্গী ইউনিয়নের তারাবন জগপাড়া ও লোগাঙ ইউনিয়নের সুবল চন্দ্র কার্বারি পাড়া, হারুবিল ও করল্যাছড়ি এলাকায় গিয়ে অবস্থান নেয়। সেনারা এখনো ওই এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।
রামগড়:
গত রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা হতে গুইমারা ব্রিগেড ও সিন্দুকছড়ি জোন থেকে প্রায় ১০০ জন সেনা সদস্য রামগড় উপজেলার বড়বেলছড়ি পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে অবস্থান নেয়। পরে সেখান থেকে সেনারা বিভিন্ন এলাকায় টহল দেয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
গতকাল (সোমবার) সেনারা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দুটি দলে ভাগ হয়ে টহল অভিযান চালায়। এর মধ্যে একটি দল হাতিকুম্বা পাড়ার দিকে এবং অন্য দলটি গুজা পাড়া থেকে শুরু করে মরাকল্যা ও কালাপানি পাড়ায় টহল দেয়। এছাড়া গোয়াইপাড়া হয়ে নতুন বাজারের দিকে অপর একটি দল যাওয়ার খবর পাওয়া যায়।
স্থানীয়দের অনেকে অভিযোগ করেছেন, দিনের বেলা থেকে রাত পর্যন্ত সেনাবাহিনীর এই টহল অভিযান তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।