দীঘিনালা ভূমি রক্ষা কমিটির নেতা প্রজ্ঞান জ্যোতি চাকমা জামিনে মুক্ত
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি : দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সহ সভাপতি প্রজ্ঞান জ্যোতি চাকমা আজ রবিবার(৫ জুলাই) বিকালে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। খাগড়াছড়ি জেলা আদালত তার জামিন মঞ্জুর করে।
গত বৃহস্পতিবার(২ জুলাই) দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে একটি দোকান থেকে দীঘিনালা জোনের সেনা সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করে। পরে তার বিরুদ্ধে ১৫ মার্চ পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের দায়ের করা হয়রানিমূলক মামলায় আটক দেখিয়ে খাগড়াছড়ি জেলা কারাগারে পাঠানো হয়।
উক্ত মামলায় আটককৃতরা বর্তমানে সবাই জামিনে রয়েছেন। মামলাটি পরিচালনা করছেন এ্যাডভোকেট জ্ঞান জ্যোতি চাকমা ও সমারি চাকমা।
———————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।