দীর্ঘ ৬ বছর পর খোলা হলো ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা কার্যালয়

0

স্বনির্ভর বাজারে ইউপিডএফের জেলা কার্যালয় খোলার পর দলীীয় পতাকা উত্তোলন করা হয়।


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪

দীর্ঘ ৬ বছর পর খোলা হয়েছে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা কার্যালয়। আজ সকালে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতা স্বনির্ভরে অবস্থিত কার্যালয়টি খুলে পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং ইউপিডিএফের দলীয় পতাকা উত্তোলন ও শ্লোগান দেন।

বিগত ২০১৮ সালের ১৮ আগস্ট সেনাবাহিনীর সহায়তায় নব্যমুখোশ-সংস্কারবাদী সন্ত্রাসীরা স্বনির্ভর বাজারে সশস্ত্র হামলা চালিয়ে পাহাড়ি ছাত্র পরিষদ ও যুব ফোরামের নেতা তপন, এল্টন, পলাশসহ ৬ জন ও পেরাছড়ায় ১ জনসহ ৭ জনকে খুন করে। এ ঘটনার পর থেকে ইউপিডিএফ অফিসটি বন্ধ ছিল।

কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও ফাইলপত্র গুছানো হচ্ছে।

অফিসের চেয়ার পরিষ্কার করা হচ্ছে, স্বনির্ভর, খাগড়াছড়ি।

অপরদিকে, জেলার মানিকছড়ি ও রাঙামাটির সাজেকের উজোবাজারে ইউপিডিএফের অফিস খোলা হয়েছে।

সাজেকের উজো বাজারে ইউপিডিএফের কার্যালয়।

উল্লেখ্য, রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি, নান্যাচর, কাউখালী উপজেলাসহ বিভিন্ন এলাকায় ইউপিডিএফের অফিস থাকলেও সেনাবাহিনী ও অফিসগুলো বন্ধ করে দেয়। পরবর্তীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ইউপিডিএফের ওপর চরম রাজনৈতিক নিপীড়ন শুরু করে। অনেক নেতা-কর্মীকে গ্রেফতার, খুন করা হয়।

গতকাল (৫ আগস্ট) ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে দেশের অন্যান্য রাজনৈতিক দলের মতো ইউপিডিএফও নতুন করে অফিস খুলে কার্যক্রম শুরু করেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More