দেশব্যাপী সংখ্যালঘু নির্যাতন ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চবি শিক্ষার্থীদের মশাল মিছিল

0

চবি প্রতিনিধি ।। কুমিল্লা ও রংপুর সহ সারা দেশব্যাপী মৌলবাদী গোষ্ঠী দ্বারা সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-এর সাধারণ শিক্ষার্থীরা মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ বুধবার (২০ অক্টোবর ২০২১) সন্ধ্যার সময় শিক্ষার্থীরা চবি’র জিরো পয়েন্ট থেকে মশাল মিছিল নিয়ে শহীদ মিনার পর্যন্ত যায়। এরপর সেখানে এক প্রতিবাদ সমাবেশ করে।

উক্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী স্নিগ্ধ আহসান প্রভাত বলেন, দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর যেভাবে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

পালি বিভাগের শিক্ষার্থী সেহেল চাকমা বলেন, এসব সংখ্যালঘু নির্যাতনের মধ্য দিয়ে পাহাড় এবং সমতলে সরকার রাষ্ট্রের স্বাভাবিক ধারাকে ব্যাহত করছে।

সমাবেশের সমাপনি বক্তব্যে প্রত্যয় নাফাক বলেন, সারা দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলার দায় সরকার এড়িয়ে যেতে পারে না।

তিনি আরও বলেন, ১৯৪৭ এর দেশভাগের পর থেকে হিন্দু মুসলিম ভাগের মধ্য দিয়ে এই দেশে সাম্প্রদায়িতার যে সূত্রপাত তা আজও চলমান রয়েছে। আমরা দেখেছি এই হামলা শুধু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নয়। একইভাবে বৌদ্ধ বিহার-মন্দিরে যেমন হামলা হয়েছে তেমনি পার্বত্য চট্টগ্রামে ‘আদিবাসী’ জনগোষ্ঠীগুলোর গ্রামগুলোতে সরকারি মদদে অগ্নিসংযোগ, লুটপাট চলমান রয়েছে।

তিনি বলেন, এই ছাত্রসমাজ রাষ্ট্র ব্যবস্থার বিশৃঙ্খলা মেনে নেবে না। আগামী দিনগুলোতে পাহাড় এবং সমতলের সকল নিপীড়িত জনগোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে নিপীড়ন বিরোধী সংগ্রাম অব্যাহত থাকবে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More