ধর্ষক আব্দুর রহিমের জামিন বাতিল ও যাবজ্জীবন সাজা বহালের দাবিতে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৯ জুলাই ২০২৩

অবিলম্বে হাইকোর্টের জামিন বাতিলপূর্বক ধর্ষক আব্দুর রহিমকে গ্রেফতার ও যাবজ্জীবন কারাদণ্ড বহালের দাবিতে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৯ জুলাই ২০২৩) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চেঙ্গী স্কোয়ার, মহাজন পাড়া হয়ে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে শিক্ষার্থী উথোইচিং মারমা, পুলক চাকমা, বাহাদুর ত্রিপুরা, রানজুনি চাকমা ও ক্রিস্টিনা চাকমা বক্তব্য প্রদান করেন।
সমাবেশে বক্তারা বলেন, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ধর্ষক আব্দুর রহিম এক ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় পুলিশ আব্দুর রহিমকে গ্রেফতার করে এবং বিচারে তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়। কিন্তু নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ড হলেও ভিকটিমকে বিয়ের ভূয়া কাগজপত্র দেখিয়ে ও এক একর জমি লিখে দেয়ার শর্তে হাইকোর্ট থেকে তিন মাসের অর্ন্তবর্তী জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পায়। একজন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ধর্ষণকারী আসামিকে হাইকোর্ট কর্তৃক জামিন মঞ্জুর করা খুবই দুঃখজনক ও নিন্দনীয়। ধর্ষকের প্রতি হাইকোর্টের এই জামিন আদেশ একদিকে দেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে, অন্যদিকে ভিকটিমসহ নারী সমাজকে হেয়-প্রতিপন্ন করা হয়েছে। ছাত্র সমাজ হাইকোর্টের এই অন্যায্য সিদ্ধান্ত কখনো মেনে নেবে না।

সমাবেশ থেকে বক্তারা, ছাত্রীকে ধর্ষণ করে শিক্ষক সমাজকে কলঙ্কিত করা ধর্ষক আব্দুর রহিমের হাইকোর্টের জামিন বাতিলপূর্বক অবিলম্বে তাকে গ্রেফতার ও যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন