নাইক্ষ্যংছড়িতে বিজিবি কর্তৃক তঞ্চঙ্গ্যা গ্রামবাসীদের উপর হামলার অভিযোগ
বান্দরবান প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১ এপ্রিল ২০২৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুমব্রু এলাকার বাইশপাড়িতে বিজিবি সদস্যরা তঞ্চঙ্গ্যা গ্রামবাসীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন তঞ্চঙ্গ্যা নারী-পুরুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শনিবার (১ এপ্রিল ২০২৩) বিকালে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, আজ বিকাল ৪টার দিকে বাইশপাড়ি গ্রামের তিন তঞ্চঙ্গ্যা নারী নিজেদের ঘরের গরু নিয়ে যাওয়ার পথে তমপ্রু এলাকা বাইশপাড়ি বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই তিন নারীকে আটকায় এবং মায়ানমার থেকে গরু পাচারের অভিযোগ করে তাদেরকে বাইশপাড়ি বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। এর মধ্যে ২ জনকে ক্যাম্পের বাইরে দাঁড় করিয়ে রেখে একজনকে ক্যাম্পের ভেতর নিয়ে মারধর করে আহত করে।
পরে এ খবর পেয়ে গ্রামের লোকজন উক্ত ঘটনার প্রতিবাদ করতে যায়। এরপর সন্ধ্যা ৬টার দিকে বিজিবি সদস্যরা বাইশপাড়ি গ্রামে গিয়ে অতর্কিতভাবে তঞ্চঙ্গ্যাদের ঘরবাড়িতে হানা দেয় এবং গ্রামবাসীদের ওপর হামলা চালায়। এতে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিজিবি সদস্যদের হামলায় বেশ কয়েকজন তঞ্চঙ্গ্যা নারী-পুরুষ আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের নাম জানা যায়নি। আহতরা বর্তমানে উখিয়া উপজেলা জাদিমুড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন