নাইক্ষ্যংছড়িতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক
বান্দরবান প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারিতে ৪র্থ শ্রেণী পড়ুয়া ১১ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোজাম্মেল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে বান্দরবান জেল হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার নারিচবুনিয়া চিতামুড়া নামক স্থানে এ ধর্ষনের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হবার জন্যে ঐ শিশু কন্যাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, প্রতিদিনকার মত স্কুলে যাবার পথে স্থানীয় বখাটে যুবক মোজাম্মেল(২০) তার মুখ চেপে ধরে জঙ্গলের ভিতর নিয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে এলে ধর্ষক মোজাম্মেল পালিয়ে যায়।
নাইক্ষ্যংছড়ি থানার এস আই ইব্রাহিম জানান, মোজাম্মেলকে আটকের জন্যে বৃহষ্পতিবার রাত থেকেই বিশেষ অভিযানে নামে পুলিশ। অবশেষে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আটককৃত মোজাম্মেল পার্শ্ববর্তী রামু উপজেলার গর্জনিয়া ঘোনার পাড়ার বাসিন্দা।
—————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।