নানাচরের ঘিলাছড়িতে মিথ্যা মামলায় এক গ্রামবাসীকে আটকের অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ
নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৭ জানুয়ারি ২০২৩

রাঙামাটির নান্যাচর উপজেলার ঘিলাছড়িতে গির্জা ভাঙার মিথ্যা অভিযোগে দায়েরকৃত মামলায় পুষ্প রঞ্জন চাকমা নামে এক গ্রামবাসীকে আটকের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি ২০২৩) নান্যাচর থানা পুলিশ তাকে আটক করে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। তারা এ আটকের ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন। আটক ব্যক্তি ঘিলাছড়ি ইউনিয়নের সৈয়ন্দর পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
এদিকে, আটক পুষ্প রঞ্জন চাকমাকে নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল শুক্রবার (৬ জানুয়ারি) এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সচেতন এলাকাবাসীর ব্যানারে আয়োজিতে বিক্ষোভ সমাবেশে শিমুল কান্তি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মরুব্বি রাজ বিহারী চাকমা ও শান্তি পূর্ণ চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, পুষ্প রন্জন চাকমা একজন নিরীহ ও সহজ সরল দিন মুজুর। তিনি দিন মজুরী করে জীবিকা নির্বাহ করেন। আর এলাকার সাদাসিদে মানুষ হিসাবে সবাই তাকে চিনে। তার মতো ব্যাক্তি গির্জা ভাঙার ঘটনায় জড়িত থাকার প্রশ্নই আসে না।
বক্তারা পাল্টা অভিযোগ করে বলেন, সরকারের কিছু বাড়তি সুবিধা পাওয়ার আশায় নিজেরা ঘটনা সংঘটিত করে মিথ্যাভাবে এলাকার নিরীহ ও সচেতন ব্যক্তিবর্গের নামে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
বক্তারা অবিলম্বে আটক পুষ্প রঞ্জন চাকমার নিঃশর্তে মুক্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ঘিলাছড়ি বাজারে চাল বিক্রি করার সময় নান্যাচর থানা থেকে সাদা পোশাকে একদল পুলিশ এসে পুষ্প রঞ্জন চাকমাকে ‘গির্জা ভাঙার’ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আটক দেখিয়ে রাঙামাটি জেল হাজতে প্রেরন করে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন