নানাচরে ইউপিডিএফ’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নান্যাচর প্রতিনিধি ।। রাঙামাটির নান্যাচরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ রবিবার (২৬ ডিসেম্বর ২০২১) সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পার্টি পতাকা উত্তোলন করা হয়। এতে অংশগ্রহণকারীগণ পতাকার প্রতি স্যালুট প্রদান করেন।
এরপর এলাকার পার্টির নেতা-কর্মী, সমর্থক-শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আত্ববলিদানকারী সকল শহীদদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ইউপিডিএফের পক্ষে সুকীর্তি চাকমা, তিন সংগঠনের পক্ষে নেপচুন চাকমা ও শহীদ পরিবারবর্গের পক্ষে শান্ত্বনা চাকমা।

পুষ্পস্তবক অর্পণ শেষে লড়াই সংগ্রামে আত্মোৎসর্গ কারী সকল বীর শহীদের প্রতি বিউগল বাজিয়ে দুই মিনিট নিরবতা পালন করা হয়। এরপর অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন ইউপিডিএফ’র নান্যাচর ইউনিটের সমন্বয়ক সুকীর্তি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রিয়তম চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য নেপচুন চাকমা ও ইউপিডিএফ’র রাঙামাটি জেলা সদস্য শান্তিময় চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, গঠনলগ্ন থেকে রাষ্ট্রীয় দমন-পীড়নের মধ্য দিয়ে ইউপিডিএফ আজ ২৩ বছর পুর্ণ করেছে। আগামী দিনে আরো কঠিন কঠোর পরিস্থিতি মোকাবেলা করে ইউপিডিএফ তার ন্যায্য অধিকারের লড়াই চালিয়ে যাবে। তারা ই্উপিডিএফের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

সভায় সুকীর্তি চাকমা ইউপিডিএফ’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তা পড়ে শোনান। যে বার্তায় জাতীয় অস্তিত্ব রক্ষার্থে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
চলমান ইউপি নির্বাচনের কারণে সভা সংক্ষিপ্তভাবে শেষ করা হয়।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নান্যাচর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার-ফেস্টুন টাঙানো হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন