নান্যাচরের ঘিলাছড়িতে ‘অস্ত্র’ গুজে দিয়ে এক গ্রামবাসীকে আটক!

রাঙামাটি প্রতিনিধি।। রাঙামাটির নান্যাচর উপজেলার ঘিলাছড়ি ইউনয়নের ৪নং ওয়ার্ডের হাজাছড়ি পশ্চিম পাড়া থেকে ‘অস্ত্র’ গুজে দিয়ে গঙ্গা মনি চাকমা (৪৭), পিতা- লক্ষ্মীধন চাকমা নামে এক গ্রামাবসীকে আটকের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, বৃহস্পতিবার (১২ আগস্ট ২০২১) দিবাগত মধ্যরাত আনুমানিক ১:০০টার সময় নান্যাচর জোনের একদল সেনা সদস্য হাজাছড়ি পশ্চিম পাড়ায় হানা দেয়। এ সময় সেনারা গঙ্গা মনি চাকমার বাড়ি ঘেরাও করে তাকে ঘুম থেকে তুলে ‘অস্ত্র ও রশিদ বই’ গুজে দিয়ে আটক করে নান্যাচর জোনে নিয়ে যায়।
এ সময় তার বাড়ির পার্শ্ববর্তী বাসিন্দা রিটন চাকমা (৩৩), পিতা- ধর্ম কুমার চাকমা ও নিউটন চাকমা (৩৬), পিতা- ছন্দ কুমার চাকমাকে ডেকে নিয়ে সাক্ষী হতে বাধ্য করা হয়। পরে তাদেরকেও নান্যাচর জোনে নিয়ে হয়রানি করা হয়।
এরপর আজ (শুক্রবার) সকাল ১০টার সময় রিটন চাকমা ও নিউটন চাকমাকে নান্যাচর জোন থেকে ছেড়ে দেওয়া হলেও গঙ্গা মনি চাকমাকে ছেড়ে দেওয়া হয়নি। তাকে (গঙ্গা মনিকে) থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, এলাকাবাসী এ অন্যায় আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসীরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বলেছেন, একজন সাধারণ গ্রামবাসীকে এভাবে রাতের আঁধারে বাড়ি ঘেরাও করে ‘অস্ত্র’ গুজে দিয়ে আটক করে নিয়ে যাওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন। এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এভাবে চলতে থাকলে সাধারণ জনগণ কিভাবে নিরাপদে বসবাস করবে? তারা গঙ্গা মনি চাকমার কাছ থেকে ’অস্ত্র’ পাওয়ার ঘটনা সম্পুর্ণ মিথ্যা ও সাজানো বলেও জানান।
গ্রামবাসীরা অবিলম্বে আটক গঙ্গা মনি চাকমাকে মুক্তির দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।