নান্যাচরের ঘিলাছড়িতে বৈ-সা-বি র্যালি অনুষ্ঠিত
নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১২ এপ্রিল ২০২৩

“জাতীয় অস্তিত্ব, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতন হোন, ঐক্য- সংহতি, ভ্রাতৃত্ববোধ জোরদার করুন” এই আহ্বানে রাঙামাটির নান্যাচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে ‘বৈসাবি উদযাপন কমিটি’ ও ঘিলাছড়ি ইউনিয়নবাসীর উদ্যোগে “বৈসাবি র্যালি ও ফুল ভাসানো’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১২ এপ্রিল ২০২৩) সকাল ৮ টার সময় ঘিলাছড়ি ইউনিয়নের পুকুরছড়ি রাস্তা থেকে র্যালি শুরু করা হয়। র্যালিটি রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক প্রদক্ষিণ করে হাজাছড়ি পূর্ব পাড়ার মাওরুম নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শেষ হয়। র্যালি চলাকালীন চাকমাদের জনপ্রিয় লোকগীতি ‘গেঙহুলি গীত’র সুরে এলাকার মুরুব্বি ও যুবক-যুবতিরা ‘রেঙ’ দিয়ে র্যালিটি আনন্দমুখর করে তোলেন।
র্যালিতে অংশগ্রহনকারীরা “ঐক্য সংহতি জোরদার করুন; ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করুন; সংঘাত নয় ঐক্য চাই; বৈসাবি,র চেতনা: ক্ষমা ও মিত্রতা করা; জাদর রিদি সুদোম ধরি রাগেবঙ, পর জাদর হাজর ন গুলিবঙ; নিজ ভাজ নিজ পঝাক লাড়-চার গুরিবঙ,পর কদা-পর ভাজ লোই ন মাদিবঙ; নিজ জাদ-সমাজ থিতাব্বর রাগেবঙ, অন্য জাদ-কুলত ন যেবঙ; মাদি কামারে থেবঙ, ঘর পাদা ন এড়িবঙ” ইত্যাদ বাংলা ও চাকমা ভাষায় লেখা শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।
অনুষ্ঠানে পুরোন বছরের সকল ব্যর্থতা, গ্লানি, দু:খ-কষ্ট মুছে ফেলে নতুন বছরের জন্য সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন