নান্যাচরের ঘিলাছড়ি ভূইয়ো আদামে সেনাবাহিনীর এলোপাতাড়ি ব্রাশফায়ার, জনমনে আতঙ্ক

রাঙামাটি প্রতিনিধি ।। রাঙামাটির নান্যাচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভূইয়ো আদাম নামক গ্রামে সেনাবাহিনী কর্তৃক অতর্কিতভাবে এলোপাতাড়ি ব্রাশফায়ারের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও এলাকার জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
জানা যায়, আজ শুক্রবার (৪ ফেব্রয়ারি ২০২২) সকাল সোয়া ১০টার সময় নান্যাচর সেনা জোনের অধীন কুতুকছড়ি সেনা ক্যাম্প থেকে একদল সেনা সদস্য তাদের পোষ্য স্পাই মিল্টন তঞ্চঙ্গ্যাদের সাথে নিয়ে সিএনজি ও মাহিন্দ্র গাড়িযোগে ঘিলাছড়ি ইউনিয়নের ভূইয়ো আদাম নামক গ্রামে হানা দিয়ে অতর্কিত এলোপাতাড়ি ব্রাশফায়ার করতে শুরু করে। এতে গ্রামবাসীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। তারা প্রাণ বাঁচানোর লক্ষ্যে এদিক ওদিক ছুটতে থাকে। তবে ভাগ্যক্রমে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় সেনাদের সাথে তাদের পোষ্য স্পাই মিল্টন তঞ্চঙ্গ্যা মেয়ের পোশাক পরিহিত অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পরে সেনা সদস্যরা গ্রামের বাসিন্দা কৃপণ চাকমা (৪২), পিতা- নিশীরাম চাকমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করে। তবে সৌভাগ্যক্রমে আগুন না ধরায় বাড়িটি বড় ক্ষতি থেকে রক্ষা পায়। পরে চলে যাবার সময় সেনারা তাদের ব্যবহৃত কাপড়-চোপড়, কম্বল ও একটি খৌপ জাল নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডে এলাকার জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে গত ৩১ জানুয়ারি কুতুকছড়ি হেডম্যান পাড়া থেকে রনেল চাকমা ও উচ্ছ্বাস চাকমা নামে দুই স্কুলছাত্রকে কুতুকছড়ি ক্যাম্পে ধরে অমানুষিক নির্যাতন ও জ্যোতিষ চাকমা নামে এক গ্রামবাসীকে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করা হয়।
এদিকে, সেনাবাহিনীর এমন ভয়াবহ কর্মকাণ্ডে এলাকার জনগণ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে সেনাবাহিনীর এমন গণবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন