নান্যাচরের ভুইয়ো আদামে গুলিবর্ষণের প্রতিবাদে কুদুকছড়িতে চার সংগঠনের বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি ।। রাঙামাটির নান্যাচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভুইয়ো আদাম নামক গ্রামে সেনা ও সেনা মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক জনগণের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ ও জনগণকে হয়রানির প্রতিবাদে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৫ ফেব্রুয়ারি ২০২২) দুপুর ১২টায় পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ এই বিক্ষোভের আয়োজন করে।
মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে পিসিপি নেতা অর্জুন চাকমা’র সঞ্চালনায় ও হিল উইমেন্স ফেডারেশন নেত্রী নিকি চাকমা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিপি’র রাঙামাটি জেলা শাখার সভাপতি নিকন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরাম নেতা ধর্মশিং চাকমা।
সমাবেশে বক্তারা বলেন গতকাল (৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগীতায় তাদের মদদপুষ্ট একদল সশস্ত্র সন্ত্রাসী ঘিলাছড়ির ভুইয়ো আদাম নামক গ্রামে হানা দিয়ে জনগণের ওপর এলোপাতাড়িভাবে গুলিবর্ষণ করে। এ সময় আতঙ্কগ্রস্ত জনগণ যে যেদিকে পারে পালিয়ে প্রাণ রক্ষা করেন। কুদুকছড়ি সেনা ক্যাম্পর চেকপোষ্ট এলাকা থেকে সিএনজি (অটোরিক্সা) ও মাহিন্দ্র গাড়িতে করে গিয়ে সেনা-সন্ত্রাসীরা এ গুলিবর্ষণের ঘটনা সংঘটিত করে। এতে মিল্টন তঞ্চঙ্গ্যা, এবঙ, সমুন্ত চাকমাসহ ৮জন সশস্ত্র সন্ত্রাসী অংশ নেয়। এ সময় সেনা সদস্যরা সশস্ত্র সন্ত্রাসীদের পূর্ণ নিরাপত্তা দেয় বক্তারা অভিযোগ করেন।

বক্তারা আরো বলেন, গুলিবর্ষণের পরও ক্ষান্ত না হয়ে সেনা-সন্ত্রাসীরা কৃপণ চাকমা নামে এক গ্রামবাসীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সৌভাগ্যক্রমে বাড়িতে রক্ষা পেলেও সন্ত্রাসীরা বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত সেনাবাহিনী নিরাপত্তার নামে একদিকে জনগণকে হয়রানি, নিপীড়ন-নির্যাতন চালিয়ে যাচ্ছে। অন্যদিকে একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয়-প্রশ্রয় ও মদদ দিয়ে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ভুইয়ো আদামে জনগণের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্ত্রাসী ও সেনা সদস্যদের আইনের আওতায় আনা, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় ও মদদদান বন্ধ করা এবং পার্বত্য চট্টগ্রামে অন্যায় দমন-পীড়ন বন্ধের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন