নান্যাচরে ইউপিডিএফ’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
রাঙামাটির নান্যচর উপজেলায় নানা কর্মসূচির মাধ্যমে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার সকাল ৮টার সময় ইউপিডিএফের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু করা হয়। দলীয় পতাকা উত্তোলন করেন ইউপিডিএফ-এর নান্যচর ইউনিটের সমন্বয়ক সুকীর্তি চাকমা।
পতাকা উত্তোলনের পর এলাকার পার্টির নেতা-কর্মী, সমর্থক-শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আত্মবলিদানকারী শহীদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে অস্থয়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক করেন ইউপিডিএফ এর পক্ষে সুকীর্তি চাকমা ও সরল চাকমা; গণসংগঠনগুলোর পক্ষে প্রিয়তন চাকমা, মেকি চাকমা, সুমেত চাকমা ও অনন্যা চাকম এবং শহীদ পরিবারের পক্ষে সাধনা চাকমা ও নয়নতারা চাকমা।
পুষ্পস্তবক অর্পণ শেষে লড়াই সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্হিত ছিলেন নান্যচর উপজেলার স্থানীয় বিশিষ্ট মুরুব্বীবৃন্দ।
আলোচনা সভায় ইউপিডিএফ সংগঠক জয়েন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ-এর নান্যাচর উপজেলা ইউনিটের সমন্বয়ক সুকীর্তি চাকমা ও সংগঠক ভূমিবল চাকমা

সুকীর্তি চাকমা বলেন, নানা ষড়যন্ত্র ও দমন-পীড়ন মোকাবেলা করে পার্টি আজ ২৬ বছর পূর্ণ করেছে। জনগণের সমর্থন ছাড়া নিশ্চয় পার্টির এ পর্যন্ত আসা মোটেই সম্ভব হতো না। দীর্ঘ ২৬ বছরে পার্টির অনেক নেতা-কর্মী শহীদ হয়েছেন, অনেকে টিকতে পারেননি। কিন্তু পার্টি তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। কঠোর কঠিন পরিস্থিতি মোকাবেলা করে পার্টি আন্দোলন চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, গত ৫ আগষ্ট ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর দেশে দ্বিতীয় স্বাধীনতা আখ্যা দিয়ে বিজয় উল্লাস করলেও পার্বত্য জনগণ তা করেনি। সত্যিকার অর্থে এ বিজয় কখনও প্রকৃত বিজয় হতে পারেনা। আরো প্রকৃত সংগ্রাম ও বিপ্লবের মাধ্যমে আমাদের বিজয় অর্জন করতে হবে বলে মন্তব্য করেন।
সভায় উপস্থিত স্থানীয় বিশিষ্ট মুরুব্বীরা প্রকৃত অধিকার ও জাতীয় মুক্তির জন্য আন্দোলনের কোন বিকল্প নেই উল্লেখ করে শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র ও দমনপীড়ন মোকাবেলা করতে আমাদের আন্দোলনকারী দলগুলোর মধ্যে ঐক্য গড়া জরুরী বলে মনে করেন।
সভায় সুকীর্তি চাকমা ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্টির কেন্দ্রীয় বার্তা পড়ে শোনান এবং লড়াই সংগ্রামে অবিচার থাকার লক্ষ্যে প্রতিজ্ঞা সম্বলিত শপথ বাক্য পাঠ করান ইউপিডিএফ সংগঠক জয়েন চাকমা।
সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন প্রিয়তন চাকমা সভাপতি (গণতান্ত্রিক যুব ফোরাম), সুমেত চাকমা সভাপতি (পিসিপি), কমেন্দু বিকাশ চাকমা (প্রাক্তন ভাইস চেয়ারম্যান) বিনয়কৃঞ্চ চাকমা (প্রাক্তন ইউপি চেয়ারম্যান) সেন্টু চাকমা (প্রাক্তন ইউপি সদস্য) ও রঞ্জন চাকমা (ইউপি সদস্য)।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।