নান্যাচরে এক গ্রাম পুলিশ সদস্যকে ধরে থানায় সোপর্দ করলো সেনা মদদপুষ্ট সন্ত্রাসীরা

নান্যাচর, রাঙামাটি ।। রাঙামাটির নান্যাচরে সেনা মদদপুষ্ট নব্য মুখোশ সন্ত্রাসীরা প্লুটো চাকমা নামে এক গ্রাম পুলিশ সদস্যকে ধরে থানা পুলিশের নিকট সোপর্দ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার (১৩ অক্টোবর ২০২১) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
ভুক্তভোগী ব্যক্তি বুড়িঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গর্জনতলী গ্রামের বীর চন্দ্র চাকমার ছেলে।
জানা যায়, আজ দপুর ১:০০টার সময় গ্রাম পুলিশ সদস্য প্লুটো চাকমা স্ত্রীকে কোভিড-১৯ টিকা দিতে নান্যাচর সদর থানা হাসপাতালে যান। এ সময় মুখোশ সন্ত্রাসীরা তাকে ধরে থানা পুলিশের নিকট সোপর্দ করে।
তবে কী কারণে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন