নান্যাচরে নব্যমুখোশ সন্ত্রাসী কর্তৃক এক কার্বারীসহ তিন গ্রামবাসীকে অপহরণের অভিযোগ
নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২২ জানুয়ারি ২০২৩
রাঙামাটির নান্যাচর উপজেলার নান্যাচর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তৈচাকমা মুখ পাড়া থেকে সেনা মদদপুষ্ট নব্যমুখোশ সন্ত্রাসী কর্তৃক এক কার্বারী (গ্রাম প্রধান) সহ তিন গ্রামবাসীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

আজ রবিবার (২২ জানুয়ারি ২০২৩) বেলা ২টার সময় এ অপহরণ ঘটনা ঘটে বলে জানা যায়।
অপহরণের শিকার গ্রামবাসীরা হলেন- ১. তৈচাকমা মুখ পাড়া গ্রামের কার্বারি বন বিহারী খীসা (৪৫), পিতা মৃত সিংহ খীসা ও একই গ্রামের বাসিন্দা ২. সুশীল বিহারী খীসা (৫৫), পিতা-মৃত চন্দ্র কিশোর খীসা ও ৩. অনয় দত্ত খীসা (৫০), পিতা-মৃত চন্দ্র কিশোর খীসা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ২টার সময় জ্ঞান চাকমার নেতৃত্বে ১০/১২ জনের একদল সশস্ত্র মুখোশ সন্ত্রাসী তৈচাকমা মুখ পাড়ায় হানা দেয়। এ সময় সন্ত্রাসীরা প্রথমে কার্বারী বন বিহারী খীসা ও সুশীল বিহারী খীসার বাড়ি ঘেরাও করে এবং বাড়ির সমস্ত মোবাইল কেড়ে নেয়। পরে তাদের দু’জনকে ও অনয় দত্ত খীসাকে সন্ত্রাসীরা অপহরণ করে তাদের আস্তানা গুল্যাছড়ির দিকে নিয়ে যায়।
কী কারণে তাদেরকে অপহরণ করা হয়েছে তা জানা যায়নি। তবে মুক্তিপণ আদায়ের লক্ষ্যেই তাদেরকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
এ ঘটনা বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক ব্যক্তি বলেন, দিন দুপুরে এমন অপহরণ ঘটনায় আমরা আতঙ্কিত। যেখানে একজন পাড়া প্রধানের নিরাপত্তা নেই সেখানে আমাদের মতো সাধারণ মানুষের নিরাপদে থাকার কোন অবস্থা নেই। তিনি গ্রামবাসীদের পক্ষ থেকে অপহৃত তিন জনকে মুক্তি দেয়ার দাবি জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৫টা) অপহৃতদের মুক্তি দেওয়া হয়নি বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন