নান্যাচরে নব্যমুখোশ সন্ত্রাসীদের প্রকাশ্যে সশস্ত্র ঘোরাফেরা, প্রশাসন নিশ্চুপ
নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১ ফেব্রুয়ারি ২০২৩

রাঙাামটির নান্যাচর উপজেলার সাপমারা এলাকায় সেনা মদদপুষ্ট নব্যমুখোশ সন্ত্রসাীরা প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় ঘোরাফেরা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করলেও প্রশাসন একেবারে নিশ্চুপ বলে এলাকাবাসীর অভিযোগ করেছেন।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, আজ বুধবার (১ ফেব্রুয়ারি ২০২৩) সকাল ১১টার দিকে ১০/১৫ জনের একদল সশস্ত্র নব্যমুখোশ সন্ত্রাসী সাপমারা এলাকায় হানা দেয়। এ সময় তারা এলাকার লোকজনকে হুমকি-ধমকি দিয়ে চাঁদা দাবি করে। এ সময় এলাকার জনগণের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
সন্ত্রাসীরা প্রকাশ্যে উত্তর সাপমারা, দক্ষিণ সাপরারা এলাকায় সশস্ত্র মহড়া দিয়ে বিকাল সাড়ে ৩টার সময় সেখান থেকে তাদের আস্তানা গুল্যাছড়ির দিকে চলে যায় বলে স্থানীয়রা জানান।
সাপমারা এলাকাটি নান্যাচর সেনা জোন থেকে মাত্র ১ কিলোমিটার দুরত্বে। কিন্তু সেনাবাহিনী কিংবা প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন