নান্যাচরে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ
সিএইচটিনিউজ.কম
নান্যাচর(রাঙামাটি): খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে রান্যাবাড়ি গ্রামে সেটলার বাঙালি কর্তৃক পাহাড়ি কিশোরীকে ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটির নান্যাচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) নান্যাচর থানা শাখা।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় নান্যাচর উপজেলার বিশ্রামাগার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে থানা বাজার ঘুরে উপজেলা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার তথ্য প্রচার সম্পাদক নিকন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি কুনেন্টু চাকমা ও নান্যাচর উপজেলা শাখার সহ-সভাপতি রিপন আলো চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটলেও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির পদক্ষেপ নেয়া হচ্ছে না। ফলে এ ধরনের অপরাধ দিন দিন বেড়েই চলেছে।
বক্তারা ভাইবোন ছড়ায় পাহাড়ি কিশোরীকে ধর্ষণকারী মো: জিয়া রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।