নান্যাচরে শান্তিপূর্ণ র্যালিতে সেনাবাহিনীর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপি’র বিক্ষোভ
খাগড়াছড়ি: রাঙামাটির নান্যাচরে বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান অবমাননার প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি প্রদানে আয়োজিত শান্তিপূর্ণ র্যালিতে সেনাবাহিনী কর্তৃক বর্বোরচিত হামলা ও তিন জনকে গ্রেফতারের প্রতিবাদে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) বিকাল ৫টায় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ থেকে মিছিলটি শুরু হয়। কালচারাল ইনস্টিটিউট, রেড স্কোয়ার ও জেলাপরিষদ ঘুরে স্বনির্ভরের বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পিসিপি খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি তপন চাকমা ও দপ্তর সম্পাদক সমর চাকমা।
তাঁরা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রধান সমস্যা হচ্ছে সেনা শাসন। সেনাবাহিনীর অপেশাদারিত্ব, দমন ও বৈষম্যমূলক নীতির কারণে পাহাড়ের পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। কোন অভিযোগ ছাড়া ছাত্র নেতাদের গ্রেফতার করা হচ্ছে। ক্যাম্পে নিয়ে অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতনের পর মিথ্যা মালয়ার জেলে প্রেরণ করা হচ্ছে। এভাবে তাঁরা নিরপরাধ ছাত্র রমেল চাকমাকে নির্যাতন চালিয়ে হত্যা করেছে। হত্যার পর লাশ স্বজনদের ফিরিয়ে না দিয়ে সেনাবাহিনী নিজেরাই পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলেছে। এছাড়াও গত দুই মাসে সিনিয়র ৪ ছাত্র নেতাকে বিনা ওয়ারেন্টে আটক করে অকথ্য শারীরিক নির্যাতন চালিয়ে সাজানো মিথ্যা মামলা দায়ের করে জেলে নিক্ষেপ করেছে।
পার্বত্য চট্টগ্রাম দেশের প্রচলিত কোন আইনে শাসিত হচ্ছে দেশের জনগণ জানতে চাই উল্লেখ করে বক্তারা বলেন, সেনাবাহিনীর মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজ বরদাস্ত করবে না। শত দমন-পীড়ন চালিয়ে জু্ম্ম জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ন্যায্য আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।
বক্তারা অবিলম্বে রমেল চাকমা খুনী মেজর তানভীর ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং আটক পিসিপি নান্যাচর উপজেলা সভাপতি জয়ন্ত চাকমাসহ সুশান্ত চাকমা ও শংকর চাকমার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
——————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।