নান্যাচরে শিক্ষার্থীদের মানববন্ধন, সকল জাতিসত্তার স্ব স্ব মাতৃভাষায় শিক্ষা নিশ্চিতের দাবি
নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৩

ভূলে ভরা পাঠ্য পুস্তক বাতিলসহ সকল জাতিসত্ত্বার স্ব স্ব মাতৃভাষার মাধ্যমে পাঠদান নিশ্চিত করতে উপযুক্ত শিক্ষক নিয়োগ ও যথাযথ পদক্ষেপ গ্রহনের দাবিতে নান্যাচরে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
আজ ২১ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার সকাল ১০ টায় ‘নান্যাচর উপজেলার সচেতন ছাত্র সমাজ’-এর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে নান্যাচর কলেজ ছাত্রী নির্ঝরা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাগম চাকমা, নয়ন বিকাশ চাকমা, পহেলা চাকমা প্রমুখ।
‘শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা বন্ধ কর’ শ্লোগানে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার একদিকে ভুলে ভরা পাঠ্যবই তুলে দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যত ধ্বংসের পাঁয়তারা চালাচ্ছে, অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে জেলা পরিষদের মাধ্যমে ঘুষ, দুর্নীতি, অনিয়মের মাধ্যমে অযোগ্য শিক্ষক নিয়োগ দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের সঠিক শিক্ষা থেকে বঞ্চিত করছে।

বক্তারা আরো বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ৫টি জাতিসত্তার মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষার উদ্যোগ নিলেও তার জন্য অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দেয়নি। ফলে জাতিসত্তার শিশুরা নিজ নিজ মাতৃভাষায় পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে সকল জাতিসত্তার স্ব স্ব মাতৃভাষায় শিক্ষা লাভের অধিকার নিশ্চিত করার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন