নান্যাচরে সেনাবাহিনী কর্তৃক বড় ভাইকে আটক, ছোট ভাইকে নির্যাতনের অভিযোগ!
নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

রাঙামাটির নান্যাচর উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ১৭ মাইল হেডম্যান পাড়ায় সেনাবাহিনী কর্তৃক বড় ভাইকে আটক ও ছোট ভাইকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর ২০২৩) রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন- হেডম্যান পাড়ার বাসিন্দা বৃষমনি চাকমার ছেলে মনিষ্যা চাকমা (সুনীল) (৪০) ও নীতিশ চাকমা (৩৫)।
স্থানীয় সুত্রমতে জানা যায়, গতকাল রাত ১০ টার সময়ে নান্যাচর সেনা জোন থেকে একদল সেনা সদস্য ১৭ মাইলের হেডম্যান পাড়ায় হানা দেয়। সেনারা প্রথমে মনিষ্যা চাকমা (সুনীল)-এর বাড়িটি ঘেরাও করে। এসময় পরিবারের লোকজন সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন।
পরে সেনারা বাড়ির ভিতর প্রবেশ করে মনিষ্যা চাকমাকে ঘুম থেকে তুলে এনে হাত ও চোখ বেঁধে একটি দেশীয় অস্ত্র ধরিয়ে দিয়ে ছবি তোলে। পরে তাকে আটক করে নিয়ে যায়। তাকে নিয়ে যাবার সময় সেনারা তার ছোট ভাই নীতিশ চাকমাকে নিজ বাড়ির উঠানে বেদম মারধর করেছে বলে অভিযোগ করেছে তার মা সুন্দরী চাকমা।
এসময় সেনাবাহিনীর সাথে মুখোশ সন্ত্রাসী দলের চালু চাকমা, লিটন চাকমাসহ চারজন ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন