নান্যাচরে সেনাবাহিনী কর্তৃক আটক ১৪ গ্রামবাসী মুক্ত
নান্যাচর, রাঙামাটি।। রাঙামাটির নান্যাচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের মধ্যআদাম নামক গ্রামে (খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সীমান্তবর্তী) সেনাবাহিনী কর্তৃক আটক হওয়া ১৪ জন নিরীহ গ্রামবাসী মুক্তি পেয়েছেন। আটকের প্রায় ১৫ ঘন্টা পর শুক্রবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে মহালছড়ি জোন থেকে জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদেরকে মু্ক্তি দেওয়া হয় বলে জানা গেছে। সাবেক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান সুপন চাকমা তাদের গ্রহণ করেন। তাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে বলে ভিকটিমরা অভিযোগ করেছেন।
মুক্তিপ্রাপ্ত গ্রামবাসীরা হলেন- ১. বৃষকেতু চাকমা(৪০) পিং- তরুণী কুমার চাকমা। তিনি নান্যাচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য। ২. পূর্ণ চন্দ্র চাকমা (গ্রাম প্রধান), বয়স: ৬০, ৩. এডিশন চাকমা (১৬), পিতা-নয়ন জ্যোতি চাকমা। সে গেন্দিয়ং করল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। ৪. স্বপন চাকমা(৩২), পিতা-হিরণ কুমার চাকমা, ৫. পরেশ চাকমা(২৯), পিতা-কমলালোচন চাকমা, ৬. তুঙ্গ্যা চাকমা(২২), পিতা-বক্র সেন চাকমা, ৭.নয়ন জীবন চাকমা(৪২), পিং-হিরণ কুমার চাকমা। তিনি একজন গ্রাম্য দোকানদার, ৮. বেন্দ চাকমা (৩৫), পিতা-প্রফুল্ল চাকমা, ৯. নিতু চাকমা(৪১), পিতা- শরৎ চন্দ্র চাকমা, ১০. চরণ চাকমা (২৬),পিতা-সিংহ চাকমা, ১১. মণি চাকমা(৩৫),পিতা-কৃঞ্চ চাকমা, ১২. রূপেন্টু চাকমা, পিতা-অমল বিকাশ চাকমা, ১৩. ওয়াসিম চাকমা, ১৪. পূর্ণ বসু চাকমা, পিতা-সুরতি বিকাশ চাকমা।
উল্লেখ্য গতকাল শুক্রবার (১২ আগস্ট) ভোরে মহালছড়ি জোনের একদল সেনা সদস্য নান্যাচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের মধ্যআদাম নামক গ্রামে হানা দেয়। এ সময় সেনারা গ্রাম ঘেরাও করে উক্ত ১৪ নিরীহ গ্রামবাসীকে আটক করে এবং অমানুষিক শারিরীক নির্যাতন চালায়।
————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।